বিনা অনুমতিতে হুড খোলা জীপে প্রচার করে ফের বিতর্কে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। রবিবার সৌমিত্র খাঁ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভার গলসিতে প্রচার করেন। পূর্ব বর্ধমানের গলসির কিছুটা অংশ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এদিন গলসির বিভিন্ন গ্রামে প্রচারে গিয়ে পুলিশ ও কমিশনের বাধার মুখে পড়েন সৌমিত্রবাবু।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র খাঁ রবিবার গলসির গোহগ্রাম অঞ্চলে প্রচারে যান। হুড খোলা জীপে চড়ে প্রথমে প্রচার করেন, পুলিশ আটকালে জীপ থেকে নেমে তিনি পায়ে হেঁটে ও সাইকেলে চড়ে প্রচার করেন এলাকায়। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, প্রচারের অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পুলিশ পারমিশন দেবে না বলে কি বসে থাকব?’

পুলিশ সূত্রে জানা গেছে, সৌমিত্রবাবু বেশ কয়েকটি বাইক ও গাড়ি নিয়ে মিছিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে গাড়ির আরসি বুক ও চালকের ডাইভিং লাইসেন্সের জেরক্স কপি জমা ও নির্দিষ্ট রুট জানাতে হয়। নিয়মমাফিক তাঁদের কাছে সেগুলি চাওয়া হয়। কিন্তু ওনারা সেগুলি দেন নি।

Like Us On Facebook