সোমবার মেমারির আমোদপুরে মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে রাজ্যটা শেষ হয়ে যাবে, তাই মধুদাকে ভোট দিতে ভুলবেন না – এই আবেদন করে গেলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন এই জনসভায় বক্তব্য রাখতে এসে তিনি হাত জোড় করে ভোটারদের কাছে আবেদন করে বলেন, নিজেদের মধ্যে কোন বিবাদ থাকলে তার জন্য দলের কেউ ক্ষতি করবেন না। এদিন শুরু থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। এদিন এই জনসভায় মেমারির তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন তৃণমূল যুব জেলা সভাপতি রাসবিহারী হালদার সহ জেলা নেতৃত্বরা। এদিন অনুব্রত মণ্ডল বলেন, অনেকে মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে কটুকথা বলছেন। বাংলার মানুষ এসব মানবে না। মমতা বন্দোপাধ্যায় আন্দোলনের প্রতীক।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ২০১৪ সালে যা কথা দিয়েছিলে একটাও পালন করো নি। তুমি বেইমান প্রধানমন্ত্রী। এদিন অনুব্রত মণ্ডল বলেন, কেউ যদি বলেন, মমতা বন্দোপাধ্যায় বাংলার জন্য কিছু করেনি তাহলে তৃণমূল ছেড়ে দেবো আমি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আরও বলেন, আজ ত্রিপুরায় ১০ হাজার শিক্ষকের চাকরি খেয়েছো, ডি গ্রুপ আর সি গ্রুপের চাকরিকে ঠিকাদারের হাতে তুলে দিয়েছো। তোমরা করবে সোনার বাংলা? প্রতি বছর ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছো তোমরা। বাংলা ৮২ হাজার কোটি টাকা পায়। তা তো দিচ্ছ না। তুমি বেইমান প্রধানমন্ত্রী।

Like Us On Facebook