ওরা সকলেই স্কুল-কলেজ পড়ুয়া। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপশি মন চায় স্পেশাল চাইল্ডদেরও পাশে দাঁড়াতে। ওদের মুখে হাসি ফোটাতে। ওদের ক্ষণিকের আনন্দ দিতে পড়াশোনার অবসরে নিজেদের হাত খরচ বাঁচিয়ে বিভিন্ন উদ্যোগ নিতে চায় ওরা। বৃহস্পতিবার পড়াশোনার ছুটির ফাঁকে দুর্গাপুরের অনুভূতি সোশ্যাল কালচারাল ওয়েলফেয়ার গ্রুপের সদস্যরা দুর্গাপুরের প্রান্তিকার হ্যাপি হোমের স্পেশাল চাইল্ডদের ক্ষণিকের আনন্দ দিতে দুপুরে তাদের রকমারি খাবার খাওয়ানোর পরে স্পেশাল চাইল্ডদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন।
অনুভূতি কালচারাল সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের সদস্য তনয় গড়াই বলেন, ‘অনুভূতি স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্যই স্কুল কলেজের পড়ুয়া। আমরা নিজেদের হাত খরচ বাঁচিয়ে পড়াশোনার ফাঁকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ভালো কাজ করার সাধ্যমত চেষ্টা করি। তবে এবার হ্যাপি হোমের স্পেশাল চাইল্ডদের দুপুরের খাবার ও নতুন শীতবস্ত্র তুলে দিতে পেরে এবং বেশ কিছুক্ষণ স্পেশাল চাইল্ডদের সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আসলে ভাল কাজের অনুভূতি মনে জায়গা করে নিয়েছে।’