.

শনিবার রাতে দুর্গাপুরের স্টেশন বাজার সেন মার্কেটে অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে দুর্গাপুর মহকুমা প্রশাসন। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে একথা জানান। মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে দুর্গাপুরের বিভিন্ন মার্কেটে। শনিবার রাতে দুর্গাপুরের স্টেশন বাজার সেন মার্কেটে সবজি, ফল ও মাংসের দোকানে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে।’ এদিন অভিযানের সময় প্রশাসনিক আধিকারিকরা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার হতে দেখে সেগুলিকে বাজেয়াপ্ত করেন।

Like Us On Facebook