.

দুর্গাপুর-ফরিদপুর ব্লকে পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও থার্মকলের থালাবাটি ব্যবহার বন্ধ করতে বুধবার সকালে অভিযান চালালো স্থানীয় প্রতাপপুর পঞ্চায়েত সমিতির সদস্যরা। বুধবার পিকনিক স্পট নাচন ড্যাম এলাকায় প্রতাপপুর পঞ্চায়েত সমিতির উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে বন দফতর ও স্থানীয় পুলিশ প্রশাসন এই অভিযান চালায়। নাচন ড্যামে পিকনিকে আসা মানুষজন দূষণ রোধে প্রতাপপুর পঞ্চায়েতের এই অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পিকনিকের জন্য আনা পলিথিন ব্যাগ সহ থার্মকলের থালাবাটি ফিরিয়ে দেন প্রতাপপুর পঞ্চায়েত প্রধানের হাতে। জানা গেছে, নির্দেশ অমান্য করে নাচন ড্যামে পিকনিকে আসা মানুষজন পলিথিন ব্যাগ বা থার্মকলের থালাবাটি ব্যবহার করলে ৫০০ টাকা পর্যন্ত ফাইন করা হতে পারে।

Like Us On Facebook