.
ফের ৫০ মাইক্রণের নীচের প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করতে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের চন্ডীদাস মার্কেটে দুর্গাপুর মহকুমা প্রশাসন অভিযান চালাল। এই অভিযানে দুর্গাপুর মহকুমা প্রশাসনের সঙ্গে দুর্গাপুর পুরসভা, পরিবেশ দফতর, পুলিশ সহ বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যৌথভাবে অভিযানে অংশ নেন। জানা গেছে, পুজোর মরসুমে এই ধরণের অভিযান দুর্গাপুরে বিভিন্ন এলাকায় লাগাতার চলবে। তবে বুধবার কেবলমাত্র অভিযানে গিয়ে দোকানদারদের সতর্ক করে ৫০ মাইক্রোনের নীচের প্লাস্টিকের ব্যাগগুলিকে বাজেয়াপ্ত করা হয়। এদিন কেবলমাত্র নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করে দোকানদারদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, কোন কড়া ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, প্লাস্টিক বিরোধী অভিযান নিয়মিত চলবে এবং নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।