ডেঙ্গি সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমাজকে সচেতন করতে গানের ডালি নিয়ে দুর্গাপুরে ফের হাজির স্বপন বাউল। পুরভোটে নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন এই বাউল গানে সকলের মন জয় করে দুর্গাপুরে মশাবাহিত রোগ নির্মূলে সকলকে সচেতন করতে দুর্গাপুরের বিধান নগর হাসপাতালের সামনে হাজির স্বপন বাউল। মানুষকে সচেতন করতে এই বাউলের জুড়ি মেলা ভার। সারা দেশে যেখানেই কোন অনিয়ম অসন্তোষ প্রকাশ পেয়েছে সেখানেই পূর্ব বর্ধমানের স্বপন বাউল ছুটে গিয়ে সচেতন নাগরিকদের জন্য গান বেঁধে এলাকার অশান্ত মন শান্ত করেছেন। এইজন্য সরকারি বেসরকারি প্রচুর সন্মানও পেয়েছেন স্বপন বাউল। সমাজ সচেতনতার গান বেঁধে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাউল গান গাওয়ার রসদ কি প্রশ্ন করলে রসিক স্বপন বাউল বলেন, নাড়ির টানে সমাজকে সচেতন করতে চাই। স্বপন বাউল বলেন, ডেঙ্গি সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি সমাজের প্রত্যকটি মানুষকে সচেতন হতে হবে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশারি টাঙিয়ে ঘুমোতে হবে সকলকে। এইসব কথাই গান বেঁধে প্রচার করি। মানুষের মঙ্গল হলেই আমারও মঙ্গল হবে। এটাই আমার গানের মূল উদ্দেশ্য।