আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ‍্যোগে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী মিছিল বের হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে মিছিলে পা মেলান দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি সহ দুর্গাপুর নগর নিগমের সমস্ত মেয়র পারিষদ ও কাউন্সিলারা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।

মাদক বিরোধী দিবস উপলক্ষে এদিন দুর্গাপুর-ফরিদপুর ব্লকেও দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসন ও ফরিদপুর থানার পুলিশের উদ‍্যোগে মাদক বিরোধী মিছিল বের হয়। কাঁকসা ব্লকে কাঁকসা থানার পুলিশের উদ্যোগে মাদক বিরোধী মিছিল বের হয়। এদিন দুর্গাপুরের রেল স্টেশনে রেল পুলিশ, জিআরপি, রেলের এসআইবি’র উদ্যোগে মাদক বিরোধী মিছিল বের হয়। এই মিছিলে রেল পুলিশ আধিকারিকদের সঙ্গে রেলের কুলিরাও পা মেলান।





Like Us On Facebook