আজ ২৬ শে জুন। আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস। দুর্গাপুর রেল স্টেশনে দুর্গাপুর জিআরপি মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মিছিল বের করে দুর্গাপুর স্টেশনে। মিছিলে স্কুল পড়ুয়া থেকে পুলিশ ও রেলের কর্মীরা অংশ নেন। মিছিল শেষে দুর্গাপুর জিআরপির আবেদন মাদক থেকে সকলেই দূরে থাকুন। মাদক মুক্ত পৃথিবী গড়ুন।
বুধবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করল। আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সমাত্মানন্দজী এবং আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং একসাথে পতাকা দেখিয়ে মাদক বিরোধী দিবস মিছিলের শুভ সূচনা করেন। এই মিছিল আসানসোল পোলো ময়দান থেকে শুরু হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এদিনের মাদক বিরোধী মিছিলে আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মাদক বিরোধী দিবস উপলক্ষে এই বিষয়ে একটি অনুষ্ঠানও করা হয় আসানসোলের শরৎ মঞ্চে। সেখানে উপস্থিত মানুষজনকে মাদক থেকে মুক্তি পাওয়ার উপায় বোঝানো হয়।