পঞ্চম বর্ষে পদার্পণ করল কাঁকসার মহিলা পরিচালিত ‘অন্তরিক’-এর দুর্গাপুজো। বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে গত কয়েক বছর ধরে মহা ধূমধামে পালিত এই পুজোর শুভ সূচনা হল।

কাঁকসার মণসাতলা পাড়ার অন্তরিক-এর এই পুজো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে এলাকায়। মহা ধূমধামে গত চার বছর ধরে মা দুর্গার আরাধনা করছেন স্থানীয় মহিলারা। প্রতি বছরই এই পুজোয় থাকে নানান চমক। সেই চমকের অপেক্ষায় রয়েছেন এখন এলাকাবাসীরা। যদিও পুজো কমিটির সদস্যরা সেই ভাবে কিছু বলনেননি, তবে তাঁরা জানিয়েছেন উদ্বোধন থেকে প্রতিমা ও মণ্ডপ সব কিছুতেই প্রতি বছরের মতো এই বছরও চমক থাকবে। গতবছর পুজোর বাজেট বাঁচিয়ে শিশুদের যানবাহনে যাতায়াত সুরক্ষিত করতে হেলমেট উপহার দিয়ে নজির স্থাপন করেছিল কাঁকসার অন্তরিক পুজো কমিটি। গতবছর পুজো উদ্বোধন করেছিলেন অভিনেত্রী পায়েল সরকার।


২০১৭ সালে অন্তরিকের পুজো মণ্ডপ

২০১৭ সালে অন্তরিকের পুজো উদ্বোধনে অভিনেত্রী পায়েল সরকার

Like Us On Facebook