গাছ কেটে দিয়েছেন থাকব কোথায়, আমি রক্ত খাবো, মানুষ খাবো, গ্রামের এক বধূ ‘ভরে’ এমন কথা বলায় আতঙ্ক ছড়িয়েছে কালনার মীরপুর গ্রামে। গ্রামে অদৃশ্য ও অশুভ শক্তি ঘুরছে – এমনই কুসংস্কারের উপর ভর করে ভয়ে দুপুরে ও সন্ধ্যা নামলেই সুনসান হয়ে যাচ্ছে রাস্তা। আতঙ্কে গ্রামছাড়া দুটি পরিবার।

স্থানীয় মানুষজন জানান, বছর পাঁচেক আগে গ্রামের একটি তেতুঁল গাছ কেটে ফেলে গ্রামেরই বাসিন্দা চম্পক মান্ডি। গত চারদিন আগে এই গ্রামের বধূ রানি মান্ডির হঠাৎই ‘ভর’ হয় এবং ভরের সময় বলতে থাকে গাছ কেটে দিলেন থাকব কোথায়, রক্ত খাবো, মানুষ খাবো। শুধু তাই নয় চম্পক মান্ডি এই তেঁতুল গাছে এনেছে তাকে এমনটাও দাবি করে রানি, এই কথা শুনে গ্রামে আতঙ্ক ছড়িয়ে যায়। রানিকে ভূতে পেয়েছে ভেবে আতঙ্কিত গ্রামের মানুষজন।

মীরপুর গ্রাম আদিবাসী অধ্যুষিত, অদৃশ্য ও অশুভ আত্মা ঘোরাফেরা করছে এমনই বিশ্বাসে গ্রামের মানুষ সন্ধ্যা নামার আগেই ঘর ঢুকে পড়ছেন। সুনসান হয়ে যায় রাস্তা। গাছ কাটার অপরাধে চম্পক মান্ডিকে ডায়ান বলে আখ্যা দিয়েছে ওই মহিলা। তাই সকলে তাকে এক ঘরে করে দিয়েছে এমনটাই অভিযোগ চম্পক মান্ডির মেয়ের। এই সমস্ত ঘটনা একটা হিস্টিরিয়া বলে দাবি কালনা বিজ্ঞান মঞ্চের সদস্যের।


Like Us On Facebook