.

করোনা আবহে মা দুর্গার আরাধনায় যেন কোন ঘাটতি না হয়। স্থানীয় মানুষ যাতে আনন্দ থেকে বঞ্চিত না হন তাই স্বাস্থ্য বিধি মেনে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে কাঁকসা হাটতলায় মহিলা পরিচালিত ‘অন্তরিক’ পুজো কমিটি শুক্রবার খুঁটি পুজোর মাধ্যমে তাঁদের এবারের দুর্গাপুজোর শুভ সূচনা করলেন। পুজো কমিটির সদস্য বৈশাখী ব্যানার্জী জানিয়েছেন, তাঁদের পুজো এবছর সপ্তম বছরে পদার্পণ করল। তবে এবছর করোনা ভাইরাসের জন্য বিশ্বজুড়ে যে মহামারী সৃষ্টি হয়েছে দ্রুত সেই মহামারী নির্মূল হবে সেই আশা নিয়ে এবছরের খুঁটিপুজোর মাধ্যমে পুজোর শুভ আরম্ভ করলেন তাঁরা। তবে করোনা ভাইরাসের জন্য যতটা সম্ভব তাঁরা স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন শুরু করে দিলেন। এবং পুজোর দিনগুলোতে সকলেই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেই বিষয়ে নজর রাখবে পুজো কমিটি। পাশাপাশি এদিন পুজোয় সকলের মঙ্গল কামনা করে দ্রুত গোটা বিশ্ব করোনা মুক্ত হোক সেই কামনা করেন মা দুর্গার কাছে।

Like Us On Facebook