.

করোনা পরিস্থিতিতে কাজ করার মতো উপযুক্ত সরঞ্জাম ও ভাতা, বেতনবৃদ্ধি ও চাকুরিগত নিরাপত্তার দাবিতে পৌর স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখালেন বর্ধমান পৌরসভায়। পৌর স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, করোনার মতো জটিল পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে তাঁদের। কিন্তু কাজ করার মতো ন্যূনতম সরঞ্জাম যেমন- পিপিই কিট, স্যানিটাইজার, মাস্ক পর্যাপ্ত পরিমাণে তাঁদের দেওয়া হচ্ছে না। গত দশ বছর ধরে একই পদে কাজ করার পরও ন্যূনতম বেতন বৃদ্ধি করা হয়নি। নেই চাকুরিগত নিরাপত্তাও। এমনকি করোনা পরিস্থিতিতে কাজ করার জন্য ১০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হলেও এপ্রিল ও মে মাসের জন্য সেই ভাতা দেওয়া হলেও বাকি দু’মাসের এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ। পৌরসভার তরফে সমস্ত দিক পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌরসভার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহর।

Like Us On Facebook