দুর্গাপুরের আইকিউসিটি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের পড়ুয়াদের চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শুক্রবার আইকিউসিটি ফুটবল মাঠে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। ১০০ ও ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার রিলে রেস, শট পুট, টেনিস বল ছোড়া, যেমন খুশি সাজ সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় এদিন। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৬৫ জন নার্সিং পড়ুয়া বিভিন্ন ইভেন্টে অংশ নেন।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউসিটি মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল এয়ার ভাইস মার্শাল ডা. রাজবীর ভালোয়ার, কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ডা. গৌতম ঘোষ, আইকিউসিটি নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিওও মিসেস সুপর্ণা সেনগুপ্ত, আইকিউসিটি নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর বিষ্ণু রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।



Like Us On Facebook