দুর্গাপুর পুরসভার অন্তর্গত ৫ টি শিশু শ্রমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। শনিবার সিটি সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ১০৬ জন প্রতিযোগী অংশ নেয়। ৫০ মিটার, ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা, বিস্কুট ও আলু দৌড় সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় এদিন। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্ধোধন করেন। উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী, ক্রীড়া দফতরের মেয়র পারিষদ মানি সোরেন প্রমুখ।
অপরদিকে, এদিন দুর্গাপুর ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপড বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কানে শোনে না। কথা বলতে পারে না যে সব স্কুল পড়ুয়া তারা এদিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ২৫, ৫০, ৭৫, ১০০ মিটার দৌড়, টফি দৌড়, বল থ্রো, চামচ দৌড় সহ বিভিন্ন ইভেন্টে পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশ নেয়। দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী তথা দুর্গাপুর হিয়ারিং হ্যান্ডিক্যাপড বিদ্যালয়ের সভাপতি অঙ্কিতা চৌধুরী এদিনের প্রতিযোগিতার উদ্ধোধন করেন।