দুর্গাপুরের গুরুনানকে আনন্দ লাবন্য ভবনে রবিবার হিন্দুস্থান স্টিল ওয়ার্কারস্‌ ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। এই সভায় আইএনটিইউসি’র সর্বভারতীয় সভাপতি জি সঞ্জীব রেড্ডি সহ অন্যান্য শীর্ষনেতৃত্ব উপস্থিত ছিলেন। সঞ্জীব রেড্ডি এদিন কেন্দ্রীয় সরকারের নয়া শিল্পনীতি নিয়ে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া শিল্পনীতির ফলে এএসপি সহ দেশের অনেক রাষ্ট্রীয় কলকারখানা আজ বন্ধ ও বেসরকারিকরণ হতে বসেছে। এর ফলে শ্রমিকদের পেটে মারছে কেন্দ্রীয় সরকার। একই ভাবে শ্রমিক ইউনিয়ন গুলিকেও একে একে ভাঙার প্রক্রিয়া চালাচ্ছে বিভিন্ন ভাবে। শ্রমিক স্বার্থ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব শ্রমিক ইউনিয়নকে এক ছাদের তলায় দাঁড়িয়ে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার আহ্বান জানান সঞ্জীব রেড্ডি। এদিনের সভায় সিটু সহ বিভিন্ন বাম সংগঠনের প্রতিনিধিদেরও সভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে। আইএনটিইউসি’র সর্বভারতীয় সভাপতি বর্ষীয়ান শ্রমিক নেতার শ্রম আন্দোলনের ভাষণ শোনার জন্য প্রচুর শ্রমিক জড়ো হন গুরুনানকের আনন্দ লাবন্য ভবনে।