অবৈধভাবে দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন জায়গা দখল করে বেআইনি নির্মাণ ও জবরদখল উচ্ছেদ করতে তৎপর হল দুর্গাপুর নগর নিগম। বিধাননগরের বিভিন্ন এলাকায় জবরদখল ও বেআইনি নির্মাণ ভাঙতে নোটিশ জারি করেছে নগর নিগম। পাশাপাশি জবরদখল সরিয়ে নিতে বিধাননগরের বিভিন্ন এলাকায় দুর্গাপুর নগর নিগমের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বিধাননগর এলাকায় কয়েকদিন ধরে মাইকিং করছেন। ৩১ অক্টোবরের মধ্যে জবরদখলকারীরা স্বেচ্ছায় সরে না গেলে ১ নভেম্বর থেকে দুর্গাপুর নগর নিগম জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামবে বলে মাইকিং করে জানিয়ে দিয়েছেন।

Like Us On Facebook