২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় এবং ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জন করলো আসানসোলের অনন্যা। আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের ছাত্রী অনন্যা দাশগুপ্ত। রানীগঞ্জের গীর্জাপাড়া কে ডি সরণির বাসিন্দা অনন্যা দাশগুপ্ত। বাবা স্কুল শিক্ষক এবং মা গৃহবধূ। অনন্যার এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদের অবদান যেমন রয়েছে তেমনই অনন্যার বাবা-মায়ের অনেক অবদান রয়েছে বলে অনন্যা জানায়।অনন্যার বাবা অঙ্ক এবং মা অন্যান্য সমস্ত বিষয় পড়াতেন বলে জানান অনন্যা। ভবিষ্যতে অনন্যা ইঞ্জিনিয়ার হতে চায় বলে জানিয়েছে।
Like Us On Facebook