২২তম আইএসকেএফ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের অল ইণ্ডিয়া ওকাজাকি কাপে বর্ধমানের ৭ জন প্রতিযোগী জয় করল ৬টি স্বর্ণপদক, ২টি রৌপ্য পদক এবং ৫টি ব্রোঞ্জ পদক। শুক্রবার বর্ধমানে সাংবাদিক বৈঠকে আইএসকএফের জেনারেল সেক্রেটারী সেখ লালো জানিয়েছেন, ২৭ থেকে ২৯ মে পাঞ্জাবের পাগোরায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতায় গোটা বাংলা থেকে প্রায় ৪৫০জন প্রতিযোগী অংশ নিয়েছিল।

বর্ধমান শহরের হোলি রক স্কুলের ৭জন ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে গিরিশ গুপ্তা টিম কাতায় স্বর্ণ, ব্যক্তিগত ইভেণ্টে রৌপ্য এবং কুমিতে ব্রোঞ্জ পদক জয় করেছে। আদর্শ রায় টিম কাতায় স্বর্ণ এবং কুমিতে সিলভার, কাঞ্চন গুপ্তা টিম কাতায় স্বর্ণ এবং কুমিতে ব্রোঞ্জ পদক পেয়েছে। সেখ ভারদিন টিম কাতায় স্বর্ণ এবং কুমিতে ব্রোঞ্জ, প্রীতি দাস ব্যক্তিগত কাতায় রৌপ্য এবং কুমিতে ব্রোঞ্জ পদক পেয়েছে। রাহুল রজক টিম কাতায় স্বর্ণ এবং অনুষ্কা গুপ্তা কুমিতে ব্রোঞ্জ পদক পেয়েছে। বর্ধমান টিমের ম্যানেজার গিরিজা গুপ্তা জানিয়েছেন, এই প্রতিযোগীরা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রী। গোটা প্রতিযোগিতায় বাংলা প্রথম স্থান, আসাম দ্বিতীয় স্থান এবং আয়োজক পাঞ্জাব রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছে। এদিন সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বাংলা টিমের চিফ রেফারি টোটন দাস, বর্ধমান টিমের কোচ পম্পা দাস সহ হোলি রক স্কুলের প্যাট্রন অপরাজিতা সাক্সেনা প্রমুখ।

Like Us On Facebook