মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ডিপিএলের কর্মরট অবস্থায় মৃত কর্মীদের পোষ্যরা অবশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন। ২৫ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের এফসিআই মাঠে নির্বাচনী প্রচারে এলে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল পোষ্যদের দাবি সম্বলিত পত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। নির্বাচন পর্ব মেটার পর মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিলে পোষ্যরা ভোট বয়কট প্রত্যাহার করার সিদ্ধান্ত লিখত আকারে জানান মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার অনির্বাণ কোলেকে।

আমরা পোষ্যগণ সংগঠনের সম্পাদিকা তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা ডিপিএল কারখানার মৃত শ্রমিকদের পোষ্যরা দীর্ঘদিন ধরে অবস্থান আন্দোলন করে চাকরির পাবার কোন প্রশাসনিক আশ্বাস না পেয়ে ভোট বয়কটের ডাক দিয়েছিলাম। কিন্তু আমাদের স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল উদ্যোগী হয়ে আমাদের দাবিপত্রটি মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেন। আমাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়কে বোঝান। মুখ্যমন্ত্রী নির্বাচনী বিধি মেনে এখনই কোন আশ্বাস না দিলেও নির্বাচন পর্ব মিটলে দেখবেন বলে আশ্বাস দেওয়ায় আমরা আশ্বস্ত হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিই।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook