রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বা শ্রমমন্ত্রী মলয় ঘটকের লিখিতভাবে চাকরি দেওয়ার আশ্বাস ছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে কোন ভাবেই ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা যে সম্ভব নয় সেকথা দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলেকে শনিবার সাফ জানালেন ডিপিএল কারখানায় কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পোষ্যরা।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল কারখানার গেটের সামনে মৃত শ্রমিকদের পোষ্যরা চাকরির দাবিতে টানা ৪৮ দিন অবস্থান বিক্ষোভ করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে পোষ্যদের কোন আশ্বাস দেওয়া হয় নি বলে জানান পোষ্যরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল সৌজন্য সাক্ষাৎ করতে এলেও ডিপিএল কারখানার গেটের সামনে টানা অবস্থান বিক্ষোভ দেখেও ডিপিএলের এমডি সাক্ষাৎ করার সৌজন্যতা দেখাননি। সব মিলিয়ে কার্যত নিরাশ হয়েই আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত জানিয়ে ডিপিএল কারখানার গেট থেকে দুই মাসের জন্য সাময়িক অবস্থান বিক্ষোভ তুলে নেন পোষ্যদের সংগঠন ‘আমরা পোষ্যগণ’। অবস্থান বিক্ষোভ সাময়িক তুলে নিলেও ভোট দেওয়ার আবেদন নিয়ে যাতে কোন প্রার্থী পোষ্যদের বাড়িতে না আসেন সেই নিষেধাজ্ঞা জানিয়ে পোষ্যরা নিজ নিজ বাড়িতে ভোট বয়কটের পোস্টার সেঁটে দেন। এখবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে দুর্গাপুর মহকুমা কার্যালয়।
নির্বাচন কমিশনের নির্দেশে আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত নাগরিক যাতে তাঁদের ভোটাধিকার প্রদান করতে পারেন তা সুনিশ্চিত করতে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে শনিবার ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে পোষ্যদের নিয়ে দুর্গাপুর মহকুমা কার্যালয়ে এক বৈঠক করেন। বৈঠকে মহকুমাশাসক অনির্বাণ কোলে পোষ্যদের সমস্ত অভাব অভিযোগ শোনেন বলে জানা গেছে। বৈঠকে মহকুমা শাসক অনির্বাণ কোলে পোষ্যদের ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচন না মিটলে নির্বাচন কমিশনের কোড অব কন্ডাক্ট অনুযায়ী রাজ্য সরকার বা মহকুমা প্রশাসনিক স্তরে কোন আশ্বাস দেওয়া সম্ভব নয়।’ বৈঠক শেষে পোষ্যদের দাবি, তাঁদের দাবি সম্বলিত লিখিত আবেদন দিলে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।।
শনিবার মহকুমাশাসকের সঙ্গে বৈঠক শেষে ডিপিএল কারখানার কর্তব্যরত অবস্থায় মৃত শ্রমিক অসীম আচার্যীর পোষ্য বৈশাখী আচার্যী বলেন, ‘আমরা বিদ্যুৎমন্ত্রী বা শ্রমমন্ত্রীর কাছ থেকে লিখিত আশ্বাস না পেলে কোনভাবেই আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদানে অংশ গ্রহণ করব না। আমরা পোষ্যদের পরিবারগুলো ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করব না। আমরা ভোট বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছি। তবে ভোটের আগে যদি আমাদের দাবি বিবেচনা করা হয় সে ক্ষেত্রে ‘আমরা পোষ্যগণ’ বসে ভোট বয়কট করব না ভোটদান করব সেই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ বৈশাখীর মতোই ডিপিএলের মৃত শ্রমিকদের অন্যান্য পোষ্য কাজল বাশফোড়, কৌশল্যা মল্লিক একই দাবিতে অনড় অবস্থানের কথা জানান।