করোনার আবহে ঘূর্ণিঝড় আমফানের জেরে বুধবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র জনজীবন বিপর্যস্ত। লকডাউনের মধ্যে প্রবল বর্ষণ সঙ্গে দমকা হাওয়ার দাপটে শুনশান রাস্তাঘাট। বুধবার সারাদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে অঝোরে বৃষ্টি হচ্ছে। বিকেলের পর থেকেই বাড়তে শুরু করে ঝড় ও বৃষ্টি।

আমফানের জেরে দুর্গাপুরেও বুধবার সকাল থেকেই আকাশে কালো মেঘের সঙ্গে অঝোরে বৃষ্টি এবং দমকা হাওয়া চলছে। বুধবার বিকেলে আমফানের প্রভাবে প্রবল ঝড়ের দাপটে বড়বড় ছয়টি গাছ উপড়ে পড়লো দুর্গাপুরের এবিএল টাউনশিপে। সেই সঙ্গে বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি উপড়ে পড়ে। এদিন কাঁকসাতে গাছ উপড়ে পড়ে একটি দোকানের উপর। দুর্গাপুরের কোথাও আমফানের জেরে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও এদিন সাইক্লোন আমফানের উপস্থিতি বেশ ভালই টের পেল দুর্গাপুরবাসী।


Like Us On Facebook