প্রবল দাবদাহে শিল্পাঞ্চল থেকে খনিঅঞ্চল দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে মানুষের হাঁসফাঁস অবস্থা। গত কয়েকদিন ধরেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শিল্পাঞ্চলের তাপমাত্রা ক্রমেই উর্ধ্বমুখী। গত কয়েকদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছাচ্ছে। আজ, শুক্রবারও তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। সূর্য মধ্যগগনে চড়তে রাস্তাঘাটও শুনশান। আবহাওয়াবিদরা বলেছেন আগামী রবিবার বৃষ্টির সম্ভবনা রয়েছে। তার আগে আরও আটচল্লিশ ঘন্টা এই হাঁসফাঁস অবস্থার সন্মুখীন হতে হবে দুই বর্ধমান সহ রাজ্যের মানুষকে।
দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘শিল্পাঞ্চলে প্রবল দাবদাহে কয়েকজন অসুস্থ হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হলেও সকলের অবস্থা স্থিতিশীল। তাঁরা ভালো আছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে।’ এখনও পর্যন্ত শিল্পাঞ্চলে প্রবল দাবদাহে কোন মৃত্যুর খবর নেই বলে জানিয়েছেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। এদিকে প্রবল দাবদাহে দুর্গাপুরের সগড়ভাঙার বাউরিপাড়ায় একটি বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে যায় বলে স্থানীয় মানুষ জানান।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?