বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত ৫ জন। শুক্রবার রামপুরহাট থেকে রেফার হওয়া রোগীকে অ্যাম্বুলেন্সে করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি। ভাতাড়ের নতুনগ্রাম সংলগ্ন এলাকা আসতেই দ্রুত গতির অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইক ও সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ২ জনকে পিষে দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী সহ মৃত্যু হয় সাইকেল ও বাইক আরোহীর। ঘটনায় মৃত অ্যাম্বুলেন্সে থাকা রোগী অনন্ত লেট(৭০), সাইকেল আরোহী তাপস ঘোষ(২৬) এবং বাইক আরোহী আব্দুল রহিম(৩০)।
স্থানীয় মানুষজন ও ভাতাড় থানার পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই মৃত্যু হয় তাপস ঘোষের(২৬), তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের ভাতাড়ের নতুনগ্রামে। বাইক আরোহী দু’জনের বাড়ি বর্ধমানের আলমপুর এলাকায়। ঘটনা জেরে বেশ কিছুক্ষণ বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।