.
বিধি ভেঙে দুর্গাপুরের শ্রম দফতরে ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এমনই অভিযোগ মহকুমা শাসককে জানানো হয় সিপিএমের পক্ষ থেকে। সহমত পোষণ করে বিজেপি নেতৃত্বও। আজ মহকুমা শাসকের কার্যলয়ে সর্বদলীয় বৈঠকে এই অভিযোগ জানানো হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে শ্রম দফতরে ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। অফিসে যাওয়ার পর চাকরি প্রার্থীরা ক্যামেরার সামনে স্বীকারও করলেন তাঁরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন। এদের কেউ পূর্ব বর্ধমান, কেউ অন্য জেলা থেকে দুর্গাপুরে এসেছেন ইন্টারভিউ দিতে। কিন্তু অভিযোগ সম্পর্কে জানতে গেলে দুর্গাপুর শ্রম দফতরের এক আধিকারিক ক্যামেরা দেখে অবস্থা বেগতিক বুঝে অফিস ছেড়ে পালিয়ে যান। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ প্রসূন কাজী জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।