আসানসোলে বিজেপির বিজয় মিছিলে যোগ দেওয়ার অপরাধে দুর্গাপুর থানার অন্তর্গত পারুলিয়া গ্রামের এক বিজেপি দম্পতির বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের হল দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ে।
অভিযোগ, পারুলিয়া গ্রামের বিজেপির দুই সক্রিয় কর্মী কাজল গোস্বামী ও তাঁর স্ত্রী অনিমা গোস্বামী ২৪ জুন বিজেপির এক বিজয় মিছিলে যোগদানের অপরাধে স্থানীয় তৃণমূল কর্মীরা কাজল গোস্বামী ও তাঁর স্ত্রীকে উচিত শিক্ষা দিতে প্রথমে স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডেকে পাঠায়। বিজেপি কর্মী কাজল ও অনিমা গোস্বামী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে না যাওয়ায় জনা তিরিশ তৃণমূল কংগ্রেস কর্মী বৃহস্পতিবার গোস্বামী পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মীরা কাজলবাবুদের বাড়ির পানীয় জলের কল ভেঙে দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, বাড়ির উপর ইট ছোঁড়া হয়, গালিগালাজ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। গোস্বামী দম্পতি আতঙ্কিত হয়ে দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হলে পুলিশও অভিযোগ না নিয়ে উল্টে কাজল গোস্বামীদের বিজেপি না করার পরামর্শ দেয় বলে অভিযোগ করেন কাজল ও অনিমা গোস্বামী। শেষমেশ বিজেপি কর্মীরা দুর্গাপুর মহাকুমাশাসক শঙ্খ সাঁতরার দারস্থ হলে কাজল ও অনিমাদের পুলিশ অভিযোগ নেয় বলে জানা গেছে।