করোনা মহামারীর সঙ্গে চলছে লকডাউন। ব্যবসা লাটে ওঠার জোগাড়। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও যথেষ্ট অসুবিধার মধ্যে রয়েছেন। এরমধ্যে দুর্গাপুর নগর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত মুচিপাড়া বাজারের এক ব্যাবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা তোলাবাজির গুরুতর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা খোকন রুইদাসের বিরুদ্ধে। অভিযোগ তোলার টাকা না দেওয়ায় ব্যাবসায়ীদের মারধরের করে অভিযুক্ত খোকন রুইদাস।
ব্যাবসায়ীদের অভিযোগ, খোকন রুইদাস নামে ওই তৃণমূল নেতা ব্যবসা শুরুর জন্য ১ লক্ষ ও মাসোহারা বাবদ ১৬০০ টাকা চাইছে। আর তা দিতে না পারায় মারধর করা হচ্ছে। রবিবার এর প্রতিবাদে এবং ওই নেতার গ্রেফতারের দাবিতে বিধাননগর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান ব্যাবসায়ীরা ও তাঁদের পারিবারের লোকজন। প্রশাসন ব্যাবস্থা না নিলে বাজার বন্ধ রাখার হুঁশিয়ারি দেন ব্যাবসায়ীরা। ঘটনার কথা জেনে থানায় আসেন স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী। তিনি বলেন, ‘খবরটি শুনেই আমি থানায় আসি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। প্রশাসন গোটা বিষয়টি দেখছে।’