দুর্গাপুর থানার অন্তর্গত পারুলিয়া গ্রামে পাওয়ার গ্রিড সংস্থায় কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে সোমবার তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হল গোটা এলাকা। দুপক্ষ থেকেই পরস্পর বিরোধী অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পারুলিয়ায়। এলাকায় বোমাবাজি হয় বলে আভিযোগ। দু’পক্ষেরই প্রচুর সমর্থক জড়ো হয় এলাকায়। কিন্তু সঠিক সময়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারনারেটের পুলিশ আধিকারিকরা কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে বড়সড় সংঘর্ষ এড়ানো গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চার জন ঠিকাকর্মী নিয়োগ হয় পাওয়ার গ্রিড সংস্থায়। রবিবার তাঁদের ছাঁটাই করা হয় বলে অভিযোগ। কর্মী ছাঁটাইয়ের পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে অভিযোগ তুলে কর্মীদের পুর্ননিয়োগের দাবিতে সোমবার স্থানীয় বিজেপি কর্মীরা পাওয়ার গ্রীডের সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করার সময় পরিকল্পিত ভাবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি কর্মীদের মারধর ও এলাকায় বোমাবাজি করে ভয় দেখায়। অপরদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূল কংগ্রেস কর্মীরা পাওয়ার গ্রিড সংস্থার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে এলে বিজেপি কর্মীরা তাঁদের উপর হামলা করে।
স্থানীয় বিজেপি নেত্রী সুমনা ভট্টাচার্য বলেন, ‘শাসকদলের কর্মীরা নিজেদের লোকজনদের পাওয়ার গ্রিডে কাজ দিতে বিজেপি কর্মীদের পরিকল্পিত ভাবে ছাঁটাই করিয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা তাপস চন্দ্র বলেন, ‘বিজেপি কর্মীরা যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা করতে না আসত তাহলে তো ওরা শ্রমদফতরে এই বিষয়ে আগে অভিযোগ দায়ের করতে পারত। আসলে এলাকায় অশান্তি সৃষ্টি করাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিজেপির।’