দোলযাত্রা চলাকালীন দুর্গাপুরের দামোদর ক্যানেল পাড়ের এক কিশোরীকে ছয় মদ্যপ ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শুক্রবার দুর্গাপুরের কোকওভেন থানায় এই সম্পর্কিত একটি অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের দামোদর ক্যানেল পাড়ের এক কিশোরীকে স্থানীয় ছয় যুবক ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে। স্থানীয় মানুষ ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে চার জনকে পাকড়াও করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্ত চারজনকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে। অভিযুক্ত আরও দুই জন এখনও পলাতক। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা কিশোরীটিকে উদ্ধার করে পুলিশ ও পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে।
Like Us On Facebook