নেতাজি জয়ন্তী উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় এক যুবকের হাতে সবুজ সাথী প্রকল্পে একটি সাইকেল তুলে দেওয়ার অভিযোগ উঠল। পুরস্কার তুলে দিলেন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আর এই নিয়েই তৈরি হল বিতর্ক। ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী প্রকল্পের সাইকেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে কেন দেওয়া হল এই নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছে আয়োজক সংস্থা। বৃহস্পতিবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকে সাইকেল বিতর্কে চরম অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গেছে, শেষমেশ সবুজ সাথী প্রকল্পের সাইকেলটি ম্যারাথন দৌড়ে প্রথম স্থানাধিকারীর হাত থেকে ফিরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, নেতাজি জয়ন্তী উপলক্ষে দুর্গাপুর-ফরিদপুর ব্লকে স্থানীয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিদ্যুৎ বাগদি নামে এক যুবক। অভিযোগ, বিদ্যুৎ বাগদির হাতে পুরস্কার হিসেবে একটি সবুজ সাথী প্রকল্পে সাইকেল তুলে দেন স্থানীয় বিডিও মৃণাল কান্তি বাগচি, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম এবং জেলা কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জী। ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী প্রকল্পে সাইকেল ম্যারাথন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সবুজ সাথী প্রকল্পে সাইকেল কেন দেওয়া হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তার তদন্তের দাবি জানান। বিডিও মৃণাল কান্তি বাগচি এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে দাবি করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম সবুজ সাথী প্রকল্পে সাইকেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দেওয়া যে ভুল হয়েছে তা স্বীকার করে নিয়েছেন। তবে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জী অবশ্য এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন।