স্ত্রী শাসকদলের পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার সুবাদে স্বামী নিজের প্রভাব খাটিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের আস্ত একটা সরকারি কোয়ার্টার দখল করে সপরিবারে বসবাস করছেন বলে অভিযোগ। প্রভাবশালী ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় মানুষ গর্জে উঠে প্রশাসনের দ্বারস্থ হলেন। অন্ডালের উখরা পঞ্চায়েতের সন্ন্যাসীতলা উপস্বাস্থ্য কেন্দ্রের ঘটনা।

স্থানীয় মানুষের অভিযোগ, ওই উপস্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় মানুষের সব রকমের চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। এই উপস্বাস্থ্য কেন্দ্রে আছে ২৪ ঘন্টার স্বাস্থ্য কর্মী। সেই স্বাস্থ্য কর্মীদের থাকার জন্যই উপস্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পাসের ভিতরে আছে সরকারি কোয়ার্টার। স্বাস্থ্য কর্মীদের থাকার সেই কোয়ার্টার এখন শাসকদলের এক কর্মীর দখলে রয়েছে বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সোমা বন্দ্যোপাধ্যায়ের স্বামী চঞ্চল বন্দ্যোপাধ্যায় নিজেদের প্রভাব খাটিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের একটি সরকারি কোয়ার্টার দখল করে রেখেছেন বলে অভিযোগ স্থানীয় মানুষের। কেবলমাত্র কোয়ার্টার দখলই করেননি, উপস্বাস্থ্য কেন্দ্রের গেটের সামনে নিজের‌ একটি চার চাকা গাড়ি প্রতিদিন রাখতে রাখতে চঞ্চলবাবু উপস্বাস্থ্য কেন্দ্রে কার্যত গাড়ির স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন এবং এর ফলে এই উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীরা বেশ অসুবিধায় পড়ছেন বলে অভিযোগ।

উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা চঞ্চলবাবুদের এমন কীর্তিকলাপে বেশ ক্ষুব্ধ, অভিযোগ লিখিত জানালে চঞ্চলবাবুদের রোষানলে পড়ার ভয়ে বুক ফাটে তো মুখ ফোটে না অবস্থা। উপস্বাস্থ্য কেন্দ্রের সুপারভাইজার শান্তি দত্ত এই বিষয়ে সব কিছু জানলেও ঝুটঝামেলা এড়াতে তিনিও কার্যত জেগে ঘুমিয়ে রয়েছেন বলে অভিযোগ। শেষমেশ স্থানীয় মানুষ চঞ্চলবাবুদের কীর্তিকলাপে গর্জে উঠে দুর্গাপুর মহকুমাশাসক অনির্বাণ কোলে ও স্থানীয় বিডিও ও পুলিশ কর্তাদের লিখিত অভিযোগ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন। অভিযুক্ত চঞ্চল বন্দ্যোপাধ্যায় স্থানীয় মানুষের সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফাই দিয়ে বলেন, ‘আমার বাড়ি নির্মাণের কাজ চলছে। কাজ শেষ হলেই কোয়ার্টার ছেড়ে আমার বাড়িতে ফিরে যাব।’ স্থানীয় মানুষ এই সাফাইকে মিথ্যা বলে পাল্টা অভিযোগ তোলেন, এই ভাবে কি সরকারি কোয়ার্টার দখল করা যায়? এখন প্রশাসনের কর্তাব্যক্তিরা শাসকদলের ওই কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সন্ন্যাসীতলার মানুষজন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook