দুর্গাপুরের বেনাচিতির দেবীনগরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠলো সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। বিচার পেতে দুর্গাপুরের মহকুমাশাসকের দ্বারস্থ হল ওই পরীক্ষার্থীর পরিবার। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তের আশ্বাস দিলেন দুর্গাপুরের মহকুমাশাসক ডা. সৌরভ চট্টোপাধ্যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে বাড়ি সংক্রান্ত বিবাদ চলছিল সমীর বর্মন নামের এক প্রতিবেশীর। সেই সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলছে। অভিযোগ, শনিবার সকালে দেবীনগরের ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্গাপুর থানার প্রন্তিকা ফাঁড়ির পুলিশ। ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অভিযোগ, দুই সিভিক ভলান্টিয়ার তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে তারপর তাকে থানায় নিয়ে যায়। সেখানে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ করে ওই ছাত্র। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানায় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবারের দাবি, বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই পরীক্ষার্থী। আত্নহত্যাও করতে যায়। এরপরই পরীক্ষার্থীর পরিবারের লোকজন দুর্গাপুরের মহকুমাশাসক ডা. সৌরভ চট্টোপাধ্যায়কে লিখিত ভাবে বিষয়টি জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। যদিও মারধরের কথা অস্বীকার করেছে পুলিশ।