দুর্গাপুর থানার অন্তর্গত কুরুড়িয়া এলাকায় একটি বাড়ির ভিতর থেকে দুই শিশু সহ স্বামী-স্ত্রীর দেহ উদ্ধারের ঘটনায় রবিবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রহস্যজনকভাবে এই পরিবারের চার জনের মৃত্যুর ঘটনাকে ঘিরে গোটা এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। রবিবার বিকেলে নমুনা সংগ্রহ করতে আসে দুই সদস্যের ফরেন্সিক টিম।
জানা গেছে, রবিবার সকালে কুরুড়িয়া এলাকার বাড়ির ভিতর থেকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হয় স্বামী অমিত কুমার মণ্ডলের দেহ এবং বিছানা থেকে উদ্ধার হয় স্ত্রী রূপা মন্ডল ও দুই শিশু নিমিত কুমার মন্ডল ও নিকিতা মন্ডলের দেহ। খুনের অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায়। এটি খুন না আত্মহত্যা, এই নিয়ে মৃত অমিত মন্ডল এবং তাঁর স্ত্রী রুপা মন্ডলের পরিবারের লোকজন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই খুন বলে মৃত রুপা মন্ডলের পরিবারের দাবি। দুর্গাপুর পূর্বের ডিসিপি কুমার গৌতম বলেন, ‘এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সবদিক খতিয়ে দেখে তদন্ত চলছে।’