দুর্গাপুর ইস্পাত হাসপাতলে রান্নাঘরের বিভিন্ন সামগ্রী ট্রাকে করে পাচারের অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। আজ, শনিবার সকালে একটি গাড়ি করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের রান্নাঘরের বিভিন্ন পুরানো সামগ্রী একটি ট্রাকে তোলা হচ্ছিল, সেই সময় হাসপাতালের কর্মীরা পুলিশকে খবর দেন। তাঁদের অভিযোগ, রিপেয়ারিংয়ের নামে হাসপাতালের রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম পাচার করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ সহ সিআইএসএফ। এরপর যে বেসরকারি সংস্থা এই কাজের বরাত পেয়েছিল বলে দাবি সেই সংস্থার মালিককে আটক করে পুলিশ এবং গাড়িটিও আটক করে। অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, হাসপাতালের রান্নার বিভিন্ন সরঞ্জাম পুরানো এবং বিকল হওয়ার কারণে সেই সব জিনিসপত্র সারিয়ে নিয়ে আসার বরাত পেয়েছিলেন। সেই কারণেই তাঁরা ওইসব জিনিস নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কোথাও একটা ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। আজ এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে।