দুর্গাপুর স্টিল টাউনশিপের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মিড-ডে মিলের উদ্বৃত্ত থেকে এলাকার জল দূষণের গুরুতর অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মেঘনাদ সাহা মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের উদ্বৃত্ত যেমন ভাত, ভাতের ফ্যান, মাছের কাঁটা ইত্যাদি স্কুলের মিড-ডে মিলের কর্মীরা স্কুলের ক্যাম্পাসের বাইরে একটি খোলা জায়গায় ফেলে দেয়। পাশেই আছে স্টিল টাউনশিপের পানীয় জলের পাইপ লাইন। নোংরা আবর্জনা পাইপ লাইনের লিকেজের মাধ্যমে পানীয় জলে মিশেই সম্ভবত এলাকার পানীয় জল দূষিত হয়ে পড়ছে।
স্কুলের পার্শ্ববর্তী এলাকায় স্টিল টাউনশিপের বিভিন্ন কোয়ার্টারে প্রায় ২০০ মত মানুষের বসবাস। প্রত্যেকের পানীয় ও ব্যবহার্য্য জল দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে কোন ফল হয়নি উল্টে প্রধান শিক্ষক পুলিশ ডেকে অভিযোগকারীদের স্কুল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ বাসিন্দাদের। স্টিল টাউনশিপ টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এ জানিয়েও কোন ফল হয়নি বলে অভিযোগ।
এদিকে এলাকার জল দূষনের আতঙ্কে ভুগছে স্থানীয় বাসিন্দারা। ট্যাঙ্কের জল ছেড়ে ভয়ে বোতলজাত জল বাজার থেকে কিনে বাড়ির প্রয়োজন মেটাচ্ছেন অনেকে। অনেকে আবার বাধ্য হয়ে সরবরাহ করা জল পান করে আতঙ্কে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সব দেখেও দুর্গাপুর স্টিল টাউনশিপ টিএ বিল্ডিং-এর আধিকারিকরাও কোন ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করায় নড়েচড়ে বসে অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষ। তড়িঘড়ি বিষয়টি দেখার আশ্বাস দেন বৃহস্পতিবার।