একটি সরকারি জমি বিক্রি করার চেষ্টাকে ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়াল রবিবার। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। বিতর্কিত জমিতে নির্মীয়মাণ পাঁচিলটি ভেঙে ফেলে ক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাটি দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত এমএএমসি’র দক্ষিণ পল্লীতে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

জানা গেছে, ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত এমএএমসি’র দক্ষিণ পল্লীতে একটি জমি আছে বন্ধ এমএএমসি কারখানার। হাইকোর্টের নির্দেশে এমএএমসি’র আবাসনের জমিও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে রয়েছে। অভিযোগ, কার্তিক দাস নামে স্থানীয় এক তৃণমূল কর্মী দক্ষিণ পল্লীর ওই জমি বিক্রির উদ্দেশ্যে পাঁচিল দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অপর এক কর্মী শ‍্যামাপদ দে অভিযোগ করেন, বন্ধ এমএএমসি কারখানার সরকারি জমি বেআইনি ভাবে দলীয় পতাকাকে কাজে লাগিয়ে বিক্রি করার চেষ্টা করছে স্থানীয় কাউন্সিলরের অনুগামী তৃণমূল নেতা কার্তিক দাসরা। এতে দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। নিউ টাউনশিপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের কাছে অভিযোগ জমা দিতে বলে এবং সরকারি জমিটি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। এদিকে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর লাভলি রায় তাঁর অনুগামীদের বিরুদ্ধে সরকারি জমি অনৈতিক ভাবে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।


Like Us On Facebook