ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের(আইওসি) পাইপ লাইনের উপর দলীয় কার্যালয় তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত গণতন্ত্র কলোনিতে। ডিরেক্টর জেনারেল অফ রিহ্যাবিলিটেশন (ডিজিআর) নিযুক্ত আইওসি’র নিরাপত্তা রক্ষী তৃণমূল কংগ্রেস কর্মীদের দলীয় কার্যালয় নির্মাণে বাধা দিতে গেলে আইওসি’র নিরাপত্তা রক্ষীকে দলীয় কার্যালয়ে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
পরে খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ আইওসি’র নিরাপত্তা রক্ষী অসীম রায়কে উদ্ধার করে বলে জানা গেছে। যদিও পুলিশকে কোন কিছু না জানিয়ে আইওসির নিরাপত্তা রক্ষী অসীম রায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণে বাধা দিতে যায় বলে পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের। আইওসি’র নিরাপত্তা রক্ষী অসীম রায় বলেন, ‘আমি ডিজিআর অনুমোদিত এজেন্সি মারফৎ নিযুক্ত আইওসি’র নিরাপত্তা রক্ষী। আমার কাজ আইওসির এই পাইপ লাইনের উপর অবৈধ কোন নির্মাণ হতে না দেওয়া। আইওসির এই পাইপ লাইনটি দিয়ে হলদিয়া থেকে বিহার পর্যন্ত তেল ও গ্যাস সরবরাহ করা হয়। এই পাইপ লাইনটি অতি বিপদজনক। তাই পাইপ লাইনের উপর অবৈধ নির্মাণ যাতে না হয় তার নজরদারি করা আমার কাজ।’ অসীম রায় বলেন, ‘আমি পাইপ লাইনের উপর অবৈধ নির্মাণ বন্ধ করতে গেলে আমাকে দলীয় কার্যালয়ে আটকে রাখা হয়।’ পুলিশকে কোন কিছু না জানিয়ে দলীয় কার্যালয়ের নির্মাণ বন্ধ করার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে অসীম রায় বলেন, ‘পুলিশ জানে আমরা এই কাজ করি।’ এদিকে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর লাভলি রায়ের দাবি এটা কোন নতুন দলীয় কার্যালয় নির্মাণ হচ্ছে না। এটা অনেক পুরানো দলীয় কার্যালয়। আইওসি’র নিরাপত্তা রক্ষী অসীম রায়ের অভিযোগ ভিত্তিহীন।