স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার জামাইপোতা গ্রামে। মৃতার নাম দীপালি মল্লিক। অবৈধ সম্পর্ক নিয়ে স্বামীর সঙ্গে বচসা চলছিল বেশ কিছুদিন ধরেই। অশান্তি দিনে দিনে বাড়তে থাকায় প্রথমে পঞ্চায়েত ও পরে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন দীপালি। বেশ কয়েকবার এই নিয়ে মিটমাট করার চেষ্টা করে স্থানীয় পঞ্চায়েত।

অভিযোগ, গত ১২ ডিসেম্বর বাড়ির মধ্যেই স্বামী রঞ্জিত মল্লিক ঘরের ভিতরে দীপালিকে ঢুকিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেশ। ১১ দিন ধরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাঁচার লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মানেন দীপালি। ১২ বছর আগে রায়নার রামকৃষ্ণপুরের দীপালির সঙ্গে বিয়ে হয় রায়নার জামাইপোতা গ্রামের বাসিন্দা রঞ্জিত মল্লিকের। তাঁদের দুটি সন্তানও আছে। স্বামী রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে রায়না থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের স্বামী রঞ্জিতকে গ্রেফতার করেছে।

Like Us On Facebook