পরপর দুই কন্যা সন্তানের জন্ম দেওয়া ও বিয়েতে যথেষ্ট পণ না পাওয়ায় অন্ডালের উখরার কাঁকরডাঙ্গায় সীমা সাউ নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। জানতে পেরে প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে শাশুড়ি ও দেওরকে ধরে পুলিশের হাতে তুলে দিল। গৃহবধূর স্বামী ওমপ্রকাশ সাউ পলাতক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে ঝাড়খণ্ডের গিরিডির সীমার সঙ্গে উখরার কাঁকরডাঙ্গার ব্যবসায়ী ওমপ্রকাশ সাউ-এর বিয়ে হয়। সীমার বাবা ওমপ্রকাশের দাবি মত বিয়েতে পণ দিতে পারেনি, তাছাড়া সীমা বিয়ের পর এই কয়েক বছরে দুটি কন্যা সন্তানের জন্ম দেয়। ওম প্রকাশের পরিবার বংশরক্ষার তাগিদে পুত্র সন্তান দাবি করে সীমার কাছে এবং শ্বশুরবাড়ির লোকজনের সীমাহীন অত্যাচার শুরু হয় সীমার উপর।

স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে অত্যাচারের মাত্রা ছাড়ায়, সীমার শ্বশুরবাড়ির লোকজন সীমাকে গলায় ফাঁস লাগিয়ে মারতে উদত হলে সীমার কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে এসে সীমাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এদিকে অন্যান্য পড়শীরা সীমার শ্বাশুড়ী যশোদাদেবী ও দেওর ছোট্ট সাউকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বিপদ আঁচ করে সীমার স্বামী ওমপ্রকাশ সাউ চম্পট দেয়। বর্তমানে সীমা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

Like Us On Facebook