দুর্গাপুরের ২৫ নং ওয়ার্ডের এক তৃণমূল নেতার বিরুদ্ধে এক মার্বেল মিস্ত্রির অবৈধ ভাবে বাড়ি দখলের গুরুতর অভিযোগ উঠল। দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে অভিযোগকারি বাড়ি উদ্ধারে পুলিশের অসহযোগিতার অভিযোগও করেন। এই ঘটনায় দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগকারী মার্বেল মিস্ত্রি আশ্রয়হীন হয়ে দুই সন্তান ও স্ত্রী কে নিয়ে পথে পথে ঘুরছেন। অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের ২৫নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় মার্বেল মিস্ত্রি বিক্রম দও গত ২ ফেব্রুয়ারি নিকট আত্মীয় মারা যাওয়ায় স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে নৈহাটি যান। কাজ কর্ম সেরে ১০ মার্চ দুর্গাপুরের ফুলঝোড়ে ফিরে দেখেন তার বাড়ির তালাটি ভেঙ্গে কেউ বা কারা বাড়িতে অন্য তালা লাগিয়ে দিয়েছে। পড়শিদের কাছে খবর নিয়ে জানতে পারেন স্থানীয় তৃণমূল নেতার নির্দেশেই বিক্রমবাবুর অনুপস্থিতিতেই বাড়িটি দখল নেওয়া হয়েছে। বাড়ি দখলের কারণ জানতে চাইলে ওই তৃণমূল নেতার লোকজন বিক্রমবাবুকে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ করেন বিক্রমবাবু। স্থানীয় নিউ টাউনশিপ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ করেন বিক্রমবাবু। বাড়ি হারিয়ে খুনের আতঙ্কে বিক্রম দত্ত এখন পথে পথে ঘুরছেন বলে জানান মহকুমাশাসককে। এতে তার দুই ছেলের পড়াশুনাও শিকেয় উঠেছে। বুধবার দুর্গাপুর মহকুমা কার্য্যালয়ে বিক্রম দও সপরিবারে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার দ্বারস্থ হলে মহকুমাশাসক পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
Like Us On Facebook