দুর্গাপুরের এবিএল টাউনশিপের বাসিন্দা সুবোধ প্রসাদ খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুবোধের এক বন্ধুকে গ্রেফতার করে আজ, মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করল। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে সুবোধ খুনের রহস্য উন্মোচন করতে চায় বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, ধৃতের নাম গুরজিন্দর সিং।এবিএলের সূর্য কলোনির বাসিন্দা, পেশায় সেলসম্যান।

পুলিশ সূত্রে জানা গেছে, এবিএল টাউনশিপের পোস্ট অফিসের মাঠে রাতে আড্ডা দেবার সময় হঠাৎ করে পুরানো কোন বিবাদকে কেন্দ্র করে সুবোধ আর গুরজিন্দরের মধ্যে মারপিট শুরু হয়। সেই সময় গুরজিন্দর একটি ভোজালি বের করে সুবোধের পেটে ঢুকিয়ে দেয়। সুবোধ রক্তাক্ত অবস্থায় মাঠে লুটিয়ে পড়ে। পরে বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা সুবোধকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর দীপেন মাজি বলেন, ‘মাঠে সেদিন সুবোধ বন্ধুদের সঙ্গে ছিল। চলছিল আড্ডা, হঠাৎ বচসার জেরে বন্ধুর হাতে খুন হয় সুবোধ প্রসাদ রায় (৩০)।’ এই খুনের ঘটনাকে কেন্দ্র করে নবমীর রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর জুড়ে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, স্থানীয় থানার পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করায় যুবকটি আর্থিক লেনদেনের কিছু সমস্যার কথা জানায় পুলিশকে। পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। মৃতের দাদা বিনোদ প্রসাদ রায় বলেন, ‘উপযুক্ত পুলিশি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নিক এবং পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি দিক ভাইয়ের খুনিদের।’

 

Like Us On Facebook