দূরশিক্ষার মাধ্যমে ডিগ্রি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল দুর্গাপুরের সিটি সেন্টারের একটি সংস্থার নামে। অভিযোগ মোটা টাকা নিয়ে জাল শংসাপত্র দিয়েছে সংস্থাটি। এবিষয়ে দুর্গাপুরের আদালত তদন্তের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি দেওয়ার ব্যাপারে একটি বিজ্ঞাপন প্রকাশ করে সংস্থাটি। সেই বিজ্ঞাপন দেখে পাণ্ডবেশ্বরের বাসিন্দা বিক্রম মণ্ডল ওই সংস্থার মাধ্যমে কলা বিভাগে স্নাতক ডিগ্রি নেওয়ার জন্য ৫০ হাজার টাকা জমা দেন। কানপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। পরীক্ষার পর বিক্রম মণ্ডলকে স্নাতকের শংসাপত্র দেওয়া হয়। বিক্রম বাবুর অভিযোগ, তিনি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে খোঁজ নিয়ে জানতে পারেন ওই শংসাপত্র জাল। সংস্থার দফতরে যোগাযোগ করলে কর্মকর্তারা শংসাপত্রটি জাল বলে মানতে চাননি। এরপর বিক্রম মণ্ডল ওই সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করেন।