মৃতদেহ বদলের অভিযোগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের আত্মীয়রা। ধানবাদের নিরসার বাসিন্দা চম্পাই মাজি (৫৫) ২৪ ফেব্রুয়ারি স্নায়ুরোগ নিয়ে দুর্গাপুরের শোভাপুরে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বুধবার বেলার দিকে মৃত্যু হয় চম্পাই মাজির, মৃতদেহ হাসপাতালে মর্গে রাখা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির লোক মৃতদেহ মর্গ থেকে নিয়ে যান। অন্যদিকে সরস্বতী পুজোর আগে ব্রেনের সমস্যা নিয়ে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের লাউদোহার ইছাপুরের বাসিন্দা পরেশ সামন্ত (৭৮)। বুধবার আইকিউ হাসপাতালে মৃত্যু হয় পরেশ সামন্তর। রাখা হয় মর্গে। বৃহস্পতিবার বাড়ির লোক মৃতদেহ নিয়ে যান।

অভিযোগ, দুই পরিবারের হাতে হাসপাতালের তরফে মৃতদেহ তুলে দেওয়া হয়, কিন্তু লাউদোহার ইছাপুরের পরেশ সামন্তর জায়গায় তাঁর পরিবারের হাতে ধানবাদের নিরসার চম্পাই মাজির মৃতদেহ দিয়ে দেওয়া হয় এবং ধানবাদের চম্পাই মাজির পরিবারের হাতে দেওয়া হয় লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ। পরেশ সামন্তর মৃতদেহ ত্রিবেণীতে সৎকার করতে গিয়ে তাঁর পরিবারের লোকজন দেখেন, মৃতদেহ অন্য কারোর। ততক্ষণে লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ পৌঁছে গেছে ধানবাদে। এরপরই বাধে বিপত্তি।

অভিযোগ, আইকিউ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতায় এই কাজ হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন দুই পরিবারের লোকজন। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতদেহ অদল বদল হয়ে যাওয়ায় দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেছে দুই পরিবার সহ দুর্গাপুরের মানুষজন। ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মেটাতে উদ্যোগী হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব দায় দুই পরিবারের উপর চাপিয়ে দেয়।

Like Us On Facebook