চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মারধরের কারণে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শনিবার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতি পালন করলেন। জানা গেছে, দুর্গাপুরের সগরভাঙার বাসিন্দা প্রবীর পাল ( ৪২ ) গতকাল রাতে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন মহকুমা হাসপাতালে। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, রাত থেকে কোন চিকিৎসাই হয়নি প্রবীরবাবুর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর পরিবার।

উল্টো দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের অভিযোগ, মৃতের পরিজনেরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে রাতে মারধর করেন। দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল থেকেই কর্মবিরতি শুরু হয় মহকুমা হাসপাতালে। আক্রান্ত নার্স জানিয়েছেন, তাঁরা কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাববোধ করছেন। তাঁদের দাবি যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হবে তাঁরা কর্মবিরতি পালন করবেন। মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার ডা. ইন্দ্রজিৎ মাজি জানান, তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করছেন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলোচনা করে শীঘ্রই হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করা হবে। পরে মহকুমাশাসক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কর্মবিরতি ওঠে।

Like Us On Facebook