দুর্গাপুরের জেমুয়াতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য সিপিএম-এর লাগানো পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগে শুক্রবার দিনভর জেমুয়া জুড়ে উত্তেজনা ছড়াল। সিপিএম কর্মীদের অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিএম কর্মীদের লাগানো দলীয় পতাকা ছিঁড়ে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে।
তৃণমূল কংগ্রেসের শিল্পাঞ্চল নেতৃত্ব সিপিএম কর্মীদের এই অভিযোগ নসাৎ করে দিয়ে পাল্টা অভিযোগ করে বলেন, সিপিএম-এর পায়ের তলায় আর মাটি নেই তাই ভোটের আগে প্রচারে থাকতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ করছে। এদিকে মাসভর পঞ্চায়েত ভোটের প্রচারে কংগ্রেসের কোন মিটিং মিছিল না দেখা গেলেও শুক্রবার রাতে কংগ্রেস কর্মীরা কাঁকসার রথতলায় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনের সমর্থনে দেওয়াল লিখন করল।
Like Us On Facebook