চাকরির স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর কনভয় আটকে দিতেই দুর্গাপুর ইস্পাত কারখানার অ্যাপ্রেন্টিসরা শিল্প নিরাপত্তা বাহিনীর লাঠি খেলেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গেস্ট হাউসের সামনে।

দুর্গাপুরের এএসপি ও ডিএসপি কারখানা পরিদর্শনে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর গেস্ট হাউসে আসেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিং ও সেইলের চেয়ারম্যান অনিল শর্মা। দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় অ্যাপ্রেন্টিসদের স্থায়ীকরণ বন্ধ রয়েছে। তাই শুক্রবার সকালে শদুয়েক ডিএসপি কারখানার ট্রেড অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ও সেইলের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে দুই ইস্পাত কর্তার পথ আটকে স্মারক লিপি দিতে যান। এমন সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা অ্যাপ্রেন্টিসদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনায় মহিলা সহ কয়েকজন অ্যাপ্রেন্টিস আহত হয় বলে অভিযোগ। তাঁদের মহকুমা হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। এরপরেই অ্যাপ্রেন্টিসরা বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় বসে পড়েন।

বিক্ষোভকারীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ডিএসপিতে ট্রেনি হিসাবে কর্মরত অথচ আমাদের স্থায়ীকরণের ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছে না ডিএসপি কর্তৃপক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী আজ দুর্গাপুরে এসেছেন। আমরা প্রথমে দুর্গাপুর গেস্ট হাউসে গিয়ে ইস্পাত মন্ত্রীর হাতে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সেই অনুমতি দেওয়া হয়নি। তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে মন্ত্রীর পথ আটকে স্মারকলিপি দিতে গেলে আমাদের উপর সিআইএসএফ নির্মমভাবে লাঠিচার্জ করলে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়।’ বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা স্কিলড বেকার। চাকরির স্থায়ীকরণের দাবি করায় সিআইএসএফের হাতে মার খেতে হল।’



Like Us On Facebook