সভা শুরুর আগেই দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে দিয়ে সভা ভণ্ডুল করতে একদল দুষ্কৃতী বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করল বলে অভিযোগ। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুরের পশ্চিম পাড়ায়। দুষ্কৃতীদের মারে তিন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিন বিজেপি কর্মীর নাম হল জয়দেব সরকার, নবকুমার দাস ও রথীন অধিকারী। হাসপাতালের বেডে শুয়ে জয়দেব সরকার বলেন, ‘পুলিশ ছাড়াই লোকসভা নির্বাচনের প্রচারে মিটিংয়ের প্রস্তুতি চলছিল। অতর্কিতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সভা ভণ্ডুল করতে বাঁশ, রড নিয়ে আমাদের উপর হামলা করে। অন্য দলীয় কর্মীরা পালিয়ে গেলেও আমি এবং আমার দুই সহকর্মীকে বেধড়ক মারধর করল ওই দুষ্কৃতীরা।’ এই ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?