এলাকার তৃণমূল কংগ্রেস নেতার ‘তোলাবাজির’ বিরুদ্ধে সরব হতেই এক প্রতিবাদি বিজেপি কর্মীকে প্রকাশ্যে কোমরে দড়ি বেঁধে কিল-চড়-লাথি সঙ্গে চপ্পল, ইটের টুকরো দিয়ে মারধর করার অভিযোগ উঠল শাসক দলের স্থানীয় স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুর্গাপুরের কমলপুরে।
মারধরের ঘটনায় নাম জড়িয়েছে কমলপুরের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও তাঁর ভাই এবং ভাইপোদের বিরুদ্ধে। প্রতিবাদি বিজেপি কর্মী আনন্দ চন্দ্রকে প্রকাশ্যে রাস্তার পাশে দোকানের পিলারে দড়ি দিয়ে বেঁধে যথেচ্ছ মারধর করা হয় বলে অভিযোগ। আনন্দ চন্দ্রের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আহত আনন্দ চন্দ্রকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশকে দোষীদের গ্রেফতারের দাবি জানান বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?