দুর্গাপুরের ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ মঙ্গলবার সকালে দুই বাইক চোর সহ ১২ টি বাইক উদ্ধার করে। এই ঘটনার জের কাটতে না কাটতেই দুর্গাপুরে বেনাচিতির জল খাবার গলির কাছে জয়ন্ত বণিক নামে এক ব্যবসায়ীর দোকানের সামনে থেকে জয়ন্তবাবুর বাইকটি চুরি করতে গেলে জয়ন্তবাবু ওই বাইক চোরকে হাতে নাতে ধরে ফেলেন বলে দাবি জয়ন্তবাবুর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে ধৃতকে পুলিশের হাতে তুলে দেন জয়ন্ত বণিক।
জয়ন্ত বণিক বলেন, ‘আমি তখন দোকানে রয়েছি। হঠাৎ দেখি এক যুবক আমার বাইকের লক খোলার সরঞ্জাম নিয়ে বাইকের লক খুলে বাইকটি নিয়ে পালাতে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ বাইক চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিই। আজ আমার কপাল ভালো, তাই বরাত জোরে বাইকটি চুরি যাওয়া থেকে রক্ষা করতে পারলাম। কিন্তু এইসব চোরকে ছেড়ে দিলে এরা ফের কারোর না কারোর বাইক চুরি করবেই তাই আমি পুলিশের উপর ভরসা করেই পুলিশের হাতে তুলে দিই।’ স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃতকে জেরা করে স্থানীয় মানুষ জানতে পেরেছে যে ধৃত ব্যক্তির নাম দীপক মন্ডল। বিহারের বাসিন্দা। বাইকের মালিক ও স্থানীয় মানুষজন বাইক চোর ধরার কথা বললেও খবর সংগ্রহ করা পর্যন্ত এই ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।