দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীর প্যাড ও স্বাক্ষর নকল করে মহকুমাশাসকের দফতরে তপশিলী সার্টিফিকেটের আবেদন জমা পড়ার ঘটনা ধরা পড়ল। মহকুমাশাসক অনির্বাণ কোলে বিষয়টি ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীকে জানালে অনিন্দিতা মুখার্জী মহকুমাশাসককে এই ব্যাপারে প্রশাসনিক তদন্ত করে দেখার আবেদন করেন।

দুর্গাপুর পুরসভা সূত্রে জানা গেছে, গত সপ্তাহে দুর্গাপুরের স্টিল টাউনশিপের মার্কনির বাসিন্দা সোনু পাশোয়ান নামে এক ব্যক্তি দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীর নামাঙ্কিত অফিসিয়াল প্যাডে স্বাক্ষর সম্বলিত একটি তপশীলি সার্টিফিকেটের জন্য দুর্গাপুর মহকুমাশাসকের সংশ্লিষ্ট দফতরে আবেদন জমা দেন। তপশিলী দফতরের পক্ষ থেকে আবেদনটি ভেরিফিকেশন করা হয়। দেখা যায় আবেদন অনুযায়ী মার্কনিতে ওই ঠিকানায় সোনু পাশোয়ান নামে কোন ব্যক্তি থাকে না। এরপরেই মহকুমাশাসক বিষয়টি জানার পর ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীকে বিষয়টি জানান।

জানা গেছে, অনিন্দিতা মুখার্জী মহকুমাশাসককে জানান উক্ত আবেদন পত্রটিতে ব্যবহার করা প্যাড ও স্বাক্ষর তাঁর নয়। সম্পূর্ণ বিষয়টি তাঁকে না জানিয়েই কোন চক্র তাঁর অফিসিয়াল প্যাড ও স্বাক্ষর জাল করে মহকুমাশাসকের কাছে তপশিলী সার্টিফিকেটের জন্য আবেদন করেছে। দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী মহকুমাশাসকের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দোষীদের ধরতে প্রয়োজনীয় প্রশাসনিক তদন্ত শুরু করার আবেদন করেন। অনিন্দিতা মুখার্জীর আবেদনে সাড়া দিয়ে মহকুমাশাসক অনির্বাণ কোলে ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীর অফিসিয়াল প্যাড ও স্বাক্ষর জাল করার চক্রটিকে ধরতে পুলিশকে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

Like Us On Facebook